নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতে ৬টি মামলায় ৮০০০হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৯মার্চ) দুপুর ১২টার সময় উপজেলা প্রশাসন কর্তৃক নাজিরহাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম,আলমগীর।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা,মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৬টি মামলায় ৮০০০হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন ফটিকছড়ি থানার পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours