চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সব সময় শান্তির পক্ষে কাজ করেছে ও যুদ্ধের বিরোধিতা করেছে।
দেশটির ইতিহাস ও সংস্কৃতির মূলেই শুধু এই ঐতিহ্যে নেই, বরং বেইজিংয়ের পররাষ্ট্রনীতিও একই।
চীন কখনোই বাইরের জোরজবরদস্তি ও চাপ মেনে নেবে না এবং বেইজিংয়ের বিরুদ্ধে আনা সব ভিত্তিহীন অভিযোগ ও সন্দেহের বিরোধিতা করবে বলে উল্লেখ করেন এই চীনা কর্মকর্তা।
তাঁর ভাষ্য, পরিস্থিতির গুরুত্ব বুঝে বাস্তবসম্মত ও ন্যায়সংগত পথে থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে চীন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহারের মধ্যেই ইউক্রেন সংকটের স্থায়ী সমাধান রয়েছে।
এ ছাড়া বিভিন্ন দেশের জোটগুলোর মুখোমুখি অবস্থান হওয়া এড়িয়ে চলতে হবে।
একই সঙ্গে ইউরোপে দীর্ঘমেয়াদি শান্তির জন্য একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই আঞ্চলিক নিরাপত্তাকাঠামো গড়ে তুলতে হবে।
চীনের কাছে রাশিয়া অস্ত্র সহায়তা চেয়েছে বলে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়।
অন্যদিকে চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোনো পক্ষের উপকারে আসবে না বলে ভিডিও কলে উল্লেখ করেন সি চিন পিং।
+ There are no comments
Add yours