১৩৩ যাত্রী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

Estimated read time 1 min read
Ad1

আন্তর্জাতিক ডেস্ক
চীনের গুয়াংশি প্রদেশে ১৩৩ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান।

সোমবার (২১ মার্চ) চীনা সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিমানটি গুয়াংশির উঝুতে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। এর ফলে আশেপাশের এলাকায় আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। তবে এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফ্লাইট এমইউ৭৩৫ স্থানীয় সময় দুপুর দুইটার দিকে কুনমিং বিমানবন্দর থেকে ছেড়ে গুয়াংঝুর দিকে যাচ্ছিলো। বিমানটির দুপুর তিনটা পাঁচ মিনিটে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল।

তবে মাত্র ঘণ্টাখানেক ওড়ার পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিংয়ের বিভিন্ন ওয়েবসাইট।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটির সর্বশেষ তথ্য পাওয়া যায় দুপুর দুইটা ২২ মিনিটে, তিন হাজার দুইশ’ ২৫ ফুট উচ্চতায় ও ৩৭৬ নট গতিতে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours