খবর বাংলা ২৪ ডেস্ক
আমদানি ও উৎপাদন পর্যায়ে সয়াবিন তেলের ওপর থেকে ভ্যাট কমিয়েছে সরকার।
ভ্যাট কমানোর পর দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) সচিবালয়ে তেল আমদানিকারকদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়।
খুচরা পর্যায়ে এক লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা,
৫ লিটারের দাম ৭৬০ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আসছে ঈদুর ফিতর পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।
এ দাম মিল পর্যায়ে সোমবার (২১ মার্চ) থেকে কার্যকর হবে। তবে খুচরা পর্যায়ে এ দাম কার্যকর হতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে।
এর আগে ১৬ মার্চ সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
+ There are no comments
Add yours