খবর বাংলা ২৪ ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভবন নির্মাণে ইটের পরিবর্তে বালু, সিমেন্ট ও নুড়ি পাথরের ব্লক ব্যবহার বাড়াতে হবে।
পরিবেশবান্ধব ও ব্লকের তৈরি ভবন ভূমিকম্প সহনীয়। এতে নির্মাণ ব্যয়ও কম।
সব মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্পে ইটের বদলে ব্লক ব্যবহার করতে হবে।
২০২৫ সালের পর আর পোড়ানো ইট নয় ব্লকে যেতে হবে।
রবিবার (২০ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে
‘উন্নয়ন পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জাতীয় অভিযোজন পরিকল্পনা অন্তর্ভুক্তিকরণ’ বিষয়ক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, আমারা নির্মাণ বলতেই ইটের ব্যবহার বুঝি।
গানে কবিতায় ইট পাথরের শহর বলে থাকি। ইট আমাদের অতি পরিচিত শব্দ।
তবে পরিবেশ বাঁচাতে ইটের ব্যবহার বন্ধ করতে হবে। এ নির্দেশনা আমাদের মানতে হবে।
পোড়ানো ইটের ভয়াবহতা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত নিয়েছে এই প্রজ্ঞাপন জারি হয়েছে।
+ There are no comments
Add yours