খবর বাংলা ২৪ ডেস্ক
সোমবার হ্যামিল্টনে ভারত দুর্দান্ত শুরু পেলেও বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়িয়ে তাদেরকে আটকে রাখে ২২৯ রানে।
কিন্তু রান তাড়ায় বাংলাদেশ জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি কোনোরকম।
শেষ পর্যন্ত তারা করতে পারে ১১৯ রান।
রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বাজে হার এটি।
বিশ্বকাপে ছয় ম্যাচে ভারতের এটি তৃতীয় জয়, পাঁচ ম্যাচে বাংলাদেশের চতুর্থ হার।
এই নিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ৫ ম্যাচ খেলে বাংলাদেশ হারল সবকটিতেই।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২২৯/৭
- স্মৃতি ৩০
- শেফালি ৪২
- স্বস্তিকা ৫০
- মিতালি ০
- হারমানপ্রিত ১৪
- রিচা ২৬
- পুজা ৩০*
- স্নেহ রানা ২৭
- ঝুলন ২*
বোলিং
- সালমা ৮-১-২৩-০
- জাহানারা ৮-০-৫২-১
- নাহিদা ৯-০-৪২-২
- রিতু মনি ১০-২-৩৭-৩
- রুমানা ৮-১-২৭-০
- লতা ৪-০-২০-০
- ফাহিমা ৩-০-২২-০
বাংলাদেশ:
৪০.৩ ওভারে ১১৯
- মুর্শিদা ১৯
- শারমিন ৫
- ফারজানা ০
- নিগার ৩
- রুমানা ২
- লতা ২৪
- সালমা ৩২
- রিতু ১৬
- ফাহিমা ১
- নাহিদা ০
- জাহানারা ১১*
বোলিং
- ঝুলন ৭.৩-১-১৯-২
- রাজেশ্বরি ১০-৪-১৫-১
- পুজা ৬-০-২৬-২
- স্নেহ রানা ১০-২-৩০-৪
- পুনম ৭-০-২৫-১
ফলাফল: ভারত ১১০ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: স্বস্তিকা ভাটিয়া
+ There are no comments
Add yours