দাবি আদায়ে আবারো নীলক্ষেত অবরোধ

Estimated read time 1 min read
Ad1

ঢাকা ডেস্কঃ 

আজ (২২ মার্চ) দুপুর ১২টা থেকে তিন দফা দাবি আদায়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

এতে নিউমার্কেট, আজিমপুরসহ, সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় সহ  আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এটা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতি মিনিটে অসংখ্য মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে।

এই অবরোধের কারণ ওই সড়কে আটকে পড়াদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

সাধারণ মানুষদের শিক্ষার্থীরা অসুবিধায় ফেলতেও দেখা গেছে।

অপেক্ষা করেও শেষ পর্যন্ত গাড়ির চাকা না চলায় শেষে হেঁটেই গন্তব্যে রওয়ানা দিতে হয়েছে তাদের।

এই অবরোধের ফলে সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়েছেন।

তারা বলছেন, কথায় কথায় নীলক্ষেত অবরোধ করা কোনো সমাধান হতে পারে না।

অন্যদিকে রিকশা চালকরাও ভাড়া চাইছেন অন্যদিনের তুলনায় অনেক বেশি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরুতেই ডাইভারশন দেওয়া হয়েছে বলে জানান নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী।

তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি এবং আজিমপুরের পলাশী মোড় থেকে ডাইভারশন দেওয়া হয়েছে।

তবে গাড়ির চাপ বেশি থাকায় ডাইভারশনে কাজ হচ্ছে না। আশপাশের সংযোগ সড়ক ও মহাসড়কগুলোতে এর প্রভাব পড়েছে।

নিউমার্কেট থানা পুলিশ ও লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আছে।

যে তিন দফা দাবিতে সড়ক অবরোধ 

  • করোনা সংক্রমনের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশোন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষা সুযোগ দিতে হবে।
  • দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে।
  • গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।

আন্দোলনের সমন্বয়ক  বলেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে এখানেই আমরণ অনশন করব। তবু আমাদের দাবি মেনে নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours