খবর বাংলা ২৪ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. সাব্বির হোসেন।
ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছেন।
জেল থেকে বেরিয়ে অসুস্থতা দেখিয়ে অফিসে ছুটির আবেদন করেন তিনি।
কিন্তু অসুস্থতার লক্ষণ না থাকায় তার আবেদনটি মঞ্জুর করা হয়নি।
গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় রাজধানীর কাঁটাবন এলাকায় থেকে মো. আসলাম উদ্দিন রাজু ও মো. সাব্বির আলমকে আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার রাজু গাউসুল আজম মার্কেটের মামা হোটেলের মালিক। নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক সৈয়দ সাখাওয়াত হোসেন তাদের আটক করে।
ঐদিন রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলে একদিন পর জামিন পান রাজু ও সাব্বির।
জেলে থাকায় ২৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অফিস করতে পারেনি সাব্বির।
তবে ২৮ ফেব্রুয়ারি জেল থেকে বের হয়ে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের কাছে মেডিকেল ছুটির আবেদন করেন।
ছুটির আবেদনের সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের একটি প্রেসক্রিপশন যুক্ত করেন তিনি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর কাছে সাব্বিরের মামলার বিষয়ে জানতে চাইলে,
তিনি জানান, সাব্বিরের বিরুদ্ধে হওয়া মামলার কথা তিনি জানতেন না। পরে খোঁজ নিলে তারা মামলার সত্যতা পান।
এ বিষয়ে সাব্বির আলমের কাছে জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে তিনি পুলিশের কাছে আটক হওয়া কথা স্বীকার করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, আমি বিষয়টা জানি না।
কেউ যদি এরকম কাজ করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। কী শাস্তি হবে সেটা এখনই বলতে পারছি না।
+ There are no comments
Add yours