আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
দেশীয় প্রজাতির মাছ চাষ সম্প্রসারণ, সংরক্ষণও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরণ সভা। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ণ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলা মৎস বিভাগ এ আয়োজন করে।
২২ মার্চ (মঙ্গলবার) সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপপরিচালক মোঃ অানিছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, সহকারী প্রক্প পরিচালক মোঃ মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এসময় ঝালকাঠি পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সোনালী, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদারসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্য চাষিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টির কথা বিবেচনায় দেশীয় মৎস্য সম্পদ ও শামুক রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টির প্রতি গুরুত্বরোপ করেন। দেশের ৩টি বিভাগের ১০টি জেলা নিয়ে এ প্রকল্পের বাস্তবায়ন করতে সকলের সহযোগীতার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সংবাদিক মোঃ আমির হোসেন।
+ There are no comments
Add yours