প্রেস বিজ্ঞপ্তি
মহামারী করোনায় লাশ দাফন-কাফন-সৎকার, টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা, বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা, কুরবানী সেবাসহ ১৪ টি সেবামূলক খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ চট্টগ্রাম দরবার শরীফ কর্তৃক আয়োজিত মহাত্মা সম্মেলন এ ” ১০ম রাহে ভান্ডার এনোবল এ্যাওয়ার্ড ২০২২” এ ভূষিত হলো জনকল্যাণমূলক সংস্থা “নিষ্ঠা ফাউন্ডেশন”।
গত সোমবার ২১ মার্চ ২০২২ এ বোয়ালখালীর চট্টগ্রাম দরবার শরীফে আয়োজিত মহাত্মা সম্মেলনে নিষ্ঠার সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন এর হাতে সম্মাননা স্বারক তুলে দেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা সুফি ছৈয়দ জাফর ছাদেহ শাহ (ম.জি.আ)।
এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. নূ.ক.ম আকবর হোসেন, ডা. বিদ্যুৎ বড়ুয়া, নিষ্ঠা ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি জনাব এম এ সবুর, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ছুফি লেখক ও গবেষক মোঃ মাহবুব উল আলম,নিষ্ঠার সেচ্ছাসেবক প্রধান হাফেজ মাওলানা আতাউল করিম প্রমুখ।
+ There are no comments
Add yours