খবর বাংলা ২৪ ডেস্ক
এ সংক্রান্ত আলোচনার সঙ্গে সম্পৃক্ত একাধিক সূত্র মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে।
পশ্চিমারা চাইলেও রাশিয়াকে বাদ দেওয়ার এ চেষ্টায় চীন, ভারত, সৌদি আরবসহ জোটের একাধিক সদস্য ভেটো দেবে বলে অনুমান করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে চলতি বছরের জি-২০ বৈঠকগুলোতে অনেক দেশের প্রতিনিধিদের অনুপস্থিতির শঙ্কা বাড়ছে বলে জানা গেছে।
ইউক্রেইনে হামলার প্রতিক্রিয়ায় বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।
রাশিয়া জি-২০ এর অংশীদার থাকার উপযুক্ত কিনা তা নিয়ে আলোচনা চলছে।
রাশিয়া যদি সদস্য থাকে, তাহলে এটি দিন দিন কম দরকারি একটি সংগঠনে পরিণত হবে।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রাসেলসে মিত্রদের সঙ্গে বৈঠকে রাশিয়াকে জি-২০ থেকে বের করে দেওয়ার জন্য চাপ দেবেন কি না,
এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন,
“আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাশিয়ার ব্যবসা স্বাভাবিকভাবে চলতে পারে না।”
তবে এ ধরনের কোনো ঘোষণার আগে মিত্রদের সঙ্গে আলোচনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আছে, বলেছেন তিনি।
জি-২০ এর সভাপতির পদে ঘুরে ঘুরে একটির পর একটি দেশ আসে, এখন এ পদে আছে ইন্দোনেশিয়া।
“আসন্ন মন্ত্রিপর্যায়ের বৈঠকগুলোতে রাশিয়ার উপস্থিতি ইউরোপীয় দেশগুলোর জন্য যে খুবই সমস্যার হবে তা ইন্দোনেশিয়ারে কাছে স্পষ্ট করা হয়েছে”-ইউরোপীয় সূত্র।
তবে জি-২০’র বৈঠকগুলো থেকে সদস্য দেশগুলোর কাউকে বাদ দেওয়ার কোনো পদ্ধতি নেই।
জি-২০ এর বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার ‘দৃঢ় অঙ্গীকার’ ছিল, অন্য সদস্য রাষ্ট্রগুলো তাদেরকে বৈঠকে উপস্থিত হতে নিষেধ করতে পারে না, বলেছেন তিনি।
+ There are no comments
Add yours