মোঃ উজ্জ্বল
চট্টগ্রামের বাঁশখালী থানার ভাদালিয়া এলাকা থেকে কাইব্যা ডাকাত দলের প্রধান কবির আহমেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ৩টি ধর্ষণ ৬টি ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।
বুধবার (২৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাদালিয়ার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, কবিরের ঘর তল্লাশি করে সিলিংয়ের উপর থেকে একটি থ্রি কোয়ার্টার গান, ২টি দেশীয় এলজি বন্দুক ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাবের এ কর্মকর্তা বলেন, কবির আহমেদ বাঁশখালীর উত্তর জলদী এলাকার মোস্ট ওয়ান্টেড অপরাধী। সে তার এলাকায় কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। কবির এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours