জাতীয় ডেস্ক
যে কোনো উন্নয়নের জন্য সবার আগে মানবাধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস্) আয়োজিত ‘একুশ শতকের মানবাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে স্পিকার বলেন, যে কোনো উন্নয়নের জন্য মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
আর আমরা তথা বাংলাদেশ মানবাধিকারকে যেমন সুরক্ষা দেয়, তেমনি প্রমোটও করে।
মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সব সময়, সব অবস্থায় প্রস্তুত। তিনি বলেন,
প্রতিটি মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। আর তার জন্মগত অধিকার কখনোই হরণ করা যাবে না।
বিশেষ করে কোনো নির্দিষ্ট কারণ ছাড়া মানুষের মানবাধিকার কেউ কেড়ে নিতে পারে না।
এছাড়া আমাদের সংবিধানও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করেছে।
বঙ্গবন্ধু মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন এবং মানবাধিকার সুরক্ষায় সর্বদা উদার ছিলেন।
আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও মানবাধিকার সুরক্ষাকে সবার ওপরে গুরুত্ব দেন।
+ There are no comments
Add yours