খবর বাংলা ডেস্ক
নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান বিজন কান্তি সরকারসহ ৭২ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে কমিশনের সিদ্ধান্তের পর এই অনুসন্ধান শুরু হয়।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে অনুসন্ধান টিমের প্রধান করা হয়েছে। দুদকের আমলে নেয়া অভিযোগ অনুযায়ী, ২০০৬ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ৭১ জন কর্মকর্তাকে উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পদে নিয়োগ দেয়।
এছাড়াও দুদকের কাছে অভিযোগ ছিল প্রতিষ্ঠানটিতে ঘুষ বাণিজ্য করা হয়। অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনের জন্য সরেজমিনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে প্রথমে ছদ্মবেশে তথ্য সংগ্রহ ও সেবাগ্রহীতাদের সঙ্গে দুদক কর্মকর্তারা কথা বলেন।
সেসময় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজন কান্তি সরকারসহ একটি কমিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। বর্তমানে পদোন্নতি পেয়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া এই ৭১ জন কর্মকর্তা বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন।
+ There are no comments
Add yours