বাগেরহাটে পুলিশের উপপরিদর্শককে কুপিয়ে জখম;গ্রেপ্তার দুই

Estimated read time 1 min read
Ad1

 

খবর বাংলা ডেস্ক

বাগেরহাটের কচুয়ায় পুলিশের এক উপপরিদর্শকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে পিরোজপুরের সদর উপজেলার কলাখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন আট রাউন্ড গুলি উদ্ধার হয়।

গ্রেপ্তার দুই আসামি হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সন্মানকাঠি গ্রামের ইতরুপ শেখের ছেলে মেহেদী হাসান (২৭) এবং তার সহযোগী একই উপজেলার চরসোনাকুড় গ্রামের মহাসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৮)।

খুলনা র‌্যাব-৬ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত রোববার বাগেরহাট জেলার কচুয়া থানার এসআই রবিউল ইসলাম সন্মানকাঠি এলাকায় মাদক উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে যায়। এসময় মেহেদী হাসান জুয়েল নামে এক ব্যক্তির দেহতল্লাশী করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জুয়েলসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে ওই এসআইকে কুপিয়ে আহত করে। এঘটনায় কচুয়া থানায় একটি মামলা হয়।

র‌্যাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গোপণ তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আসামি ধরতে গেলে উপপরিদর্শক রবিউল ইসলামের উপর হামলা চালানো হয়। আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে এবং পায়ে কুপিয়ে জখম করে। রবিউল ইসলাম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours