অপপ্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে গিয়াসউদ্দিন তাহেরীর মামলা

Estimated read time 1 min read
Ad1

 

খবর বাংলা ডেস্ক

সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলেনপুর ইউনিয়ন পরিষদ সংলঘ্ন মাঠে আয়োজিত মাহফিলে দাওয়াত না দিয়ে নাম প্রচার, গালাগাল, অগ্রিম টাকা দেওয়ার নামে অপপ্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

আয়োজক কমিটির সদস্যসহ ১৫ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সিলেটের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা দায়ের করেন তিনি। মামলাটি আমলে নিয়ে আগামী ৩১ মার্চ আদেশের দিন ধার্য করেছেন আদালতের বিচারক মো. আবুল কাশেম।

বাদীপক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এ টি এম ফয়েজ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে আদালত থেকে বের হয়ে গিয়াস উদ্দিন তাহেরী সাংবাদিকদের জানান, তিনি বালাগঞ্জের কোনো মাহফিলের দাওয়াত পাননি। কে বা কারা টাকা নিয়েছে তিনি জানেন না। অথচ, তার নামে মিথ্যাচার করা হয়েছে। বিভিন্ন ফেসবুক লাইভে গালাগাল করা হয়েছে।

তিনি আরও বলেন, কেউ প্রতারণা করলে সেজন্য আমি দায়ী নই। আমাকে হেয় করা হয়েছে। তাই আমি বাধ্য হয়ে মামলা করেছি।।

গত মঙ্গলবার পূর্ব পৈলেনপুর ইউনিয়ন পরিষদ-সংলঘ্ন মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলকে সামনে রেখে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীকে প্রধান অতিথি উল্লেখ করে পোস্টারিং করেন আয়োজকরা। কিন্তু মাহফিলের দিন মাওলানা তাহেরীর ব্যক্তিগত সহকারীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেছেন মাহফিলের আয়োজকরা।

এমনকি মাহফিলে তাহেরীর উপস্থিত থাকার জন্য ওই সহকারী অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়েছেন বলে দাবি করেন তারা। পরবর্তীতে মাওলানা তাহেরী না আসায় তাকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীকে নিয়ে সমালোচনা করা হয়।

এদিকে তাহেরীর দাবি, এমন কোনো মাহফিলে উপস্থিত থাকার দাওয়াত তিনি পাননি। বৃহস্পতিবার আদালতে দায়ের করা মামলায় মাহফিলে দাওয়াত না দিয়ে অপপ্রচার, গালমন্দসহ নানান অভিযোগ তুলে ধরে আয়োজক কমিটির সদস্যসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours