খবর বাংলা ২৪ ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন ও মিত্র দেশের দেওয়া প্রস্তাব গৃহীত হয়েছে।
ইউক্রেনে ত্রাণ সহযোগিতা প্রেরণ এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার দাবিতে এই প্রস্তাব করা হয়েছিল।
বিশ্বব্যাপী এটি নিন্দা প্রস্তাব হিসেবে পরিচিত।
এ ছাড়া প্রস্তাবে দেশটিতে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য রাশিয়ার নিন্দা জানানো হয়।
বৃহস্পতিবার(২৪ মার্চ) এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪০টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।
রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। এছাড়া ৩৮টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
+ There are no comments
Add yours