মিরসরাইয়ে দুর্বার ডিপিএল শিরোপা জয় “রাইভাল সোলজার্স” ফুটবল দলের

Estimated read time 1 min read
Ad1

 

মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে দর্শক মনে আলোচিত হয়েছে দুর্বার প্রিমিয়ার লীগ ডিপিএল ফুটবল টুর্নামেন্ট। স্বেচ্ছাসেবী সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে পঞ্চম বারের মত আয়োজিত হয় এ লীগ টুর্নামেন্ট। সমগ্র উপজেলা থেকে বাছাই করা দুইশতাধিক উদীয়মান তারকা ফুটবলাররা খেলার নৈপুণ্যে দর্শক মাতান এ টুর্নামেন্টে। গত ২৫ মার্চ শুক্রবার মলিয়াইশ হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে ফরহাদ উদ্দিনের মালিকানাধীন রাইভাল সোলজার্স ও মেহেদী হাসান জিকুর মালিকানাধীন লায়ন হার্টেড ফুটবল দল।

সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী সঞ্চালনায় ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিজি ইকোনমিক জোন (মীরসরাই ইকোনমিক জোন-১) এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দীন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর কাউন্সিলর কাজী মো. জসীম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, নিজামপুর কলেজের প্রভাষক জসীম উদ্দিন, মিঠানাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জাহাঙ্গীর ও সাধারণ সস্পাদক ইউনূছ মিয়া, শিল্পপতি মো. নুর উদ্দীন, সাজিদ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ শামীম।

প্রথমবারের মত এবারকার আয়োজনে দুজন ক্রীড়া ব্যাক্তিত্ব মীরসরাই স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দীন দুলাল ও বাংলাদেশ আম্পুচি ফুটবল দলের খেলোয়াড় সাহাব উদ্দিনকে সম্মান স্বরূপ ডিপিএল সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফাইনাল ম্যাচে টাইব্রেকারে লায়ন হার্টেডকে হারিয়ে জয় অর্জন করে ডিপিএল চ্যাম্পিয়ন হন রাইভাল সোলজার্স ফুটবল দল। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স আপ দল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন।

আয়োজক পরিষদের আহবায়ক রিপন কুমার দাশ, সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ ও ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ বাবুর পরিচালনায় আয়োজনে আরো উপস্থিত ছিলেন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, দীপ জেলে যাই এর সাধারণ সম্পাদক মহিবুল আরিফ, দুর্বার’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, নির্বাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমেদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, অদম্য যুব সংঘের সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজিদ, অভিনন্দন ক্লাবের সভাপতি মো. নয়ন, উত্তরণ সভাপতি আবু সাঈদ, লিও আজিম উদ্দিন প্রমুখ।

দুর্বার ডিপএলের পঞ্চম আসরে সমগ্র উপজেলার দুইশতাধিক ফুটবলার আট দলের হয়ে খেলেন। অন্য ছয় দলের মালিকানায় ছিলেন নজরুল ইসলাম- ইউনিক ফাইটার্স, মোহাম্মদ আশরাফ উদ্দিন- ব্রাদার্স ইউনাইটেড, বেলাল হোসেন- পাস্তোরাল চ্যালেন্জার্স, টিপু সুলতান- ডায়নামিক ওয়ারিয়র্স, আরিফুল ইসলাম প্রমূখ- রেসি রেইঞ্জার্স।

গ্রামিণ জনপদের এ অঞ্চলে দুর্বার কর্তৃক ফুটবলের এ বর্ণিল আয়োজনের এ রেশ ফুটবল প্রেমীদের মনে বহুদিন দাগ কাটবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours