মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ::
মিরসরাই প্রেস ক্লাবের ২০২২-২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) ক্লাবের আহ্বায়ক সালেক নাছির উদ্দিন, সদস্য মাসুদ ফেরদৌস কবির ও শাহাদাৎ হোসেন চৌধুরী ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ পরিষদ কমিটি অনুমোদন দেন। এর আগে গত ৩১ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
তৃতীয় সংশোধনী ২০২০ মোতাবেক ০১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ সাল মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে রয়েছেন মো. নুরুল আলম (দৈনিক আজকের পত্রিকা), সহ-সভাপতি পদে সাইফুল হক সিরাজী (মাসিক মীরসরাই), শাহাদাৎ হোসেন চৌধুরী (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড), সাধারণ সম্পাদক পদে এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কন্ঠ/পূর্বকোণ), যুগ্ম সম্পাদক পদে এম মাঈন উদ্দিন (দৈনিক নয়া দিগন্ত/চট্টগ্রাম মঞ্চ), এম আনোয়ার হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন/পূর্বদেশ), আশরাফ উদ্দিন (দৈনিক ভোরের দর্পণ), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক/সাঙ্গু), সাংগঠনিক সম্পাদক পদে আজিজ আজহার (দৈনিক জাগরণ/চট্টগ্রাম প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাদমান সময় (দৈনিক সময়ের আলো), সাহিত্য সম্পাদক পদে শাহ্ আব্দুল্লাহ আল রাহাত (বাংলাধারা ডটকম), সাংস্কৃতিক সম্পাদক পদে মুহাম্মদ ফিরোজ মাহমুদ (দৈনিক আজকের দর্পণ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সৈয়দ আজমল হোসেন (দৈনিক জাগো প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে ইকবাল হোসেন জীবন (দৈনিক যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক পদে সাফায়েত মেহেদী (দৈনিক নয়া শতাব্দী), নির্বাহী সদস্য পদে শারফুদ্দীন কাশ্মীর (দৈনিক দেশ রূপান্তর), ছালেক নাছির উদ্দিন (দৈনিক ভোরের কাগজ), মুহাম্মদ জয়নাল আবেদীন (দৈনিক কালের কন্ঠ), আজহার মাহমুদ (দৈনিক ইত্তেফাক), মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া (দৈনিক স্বাধীন বাংলা), আবু সাঈদ ভূঁইয়া (দৈনিক আলোকিত বাংলাদেশ)।
এছাড়া ৫ সদস্য সর্বোচ্চ পরিষদে রয়েছেন মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য নুরুন নবী আজাদ, মোঃ সেলিম উদ্দিন, মোঃ ওয়াজি উল্লাহ, শাহাদাৎ হোসেন পারভেজ।
নবনির্বাচিত সভাপতি মো. নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু বলেন, মিরসরাই প্রেস ক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সংগঠন এটি। প্রতিষ্ঠার পর থেকে প্রেস ক্লাবের সাথে জড়িত সাংবাদিকরা মিরসরাইয়ের নানান সমস্যা ও সম্ভাবনার খবর গণমাধ্যমে প্রকাশ করে আসছে। ক্লাবের ক্রয়কৃত জমিতে স্থায়ী ভবন নির্মাণ করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করবে এই কমিটি।
+ There are no comments
Add yours