চট্টগ্রামে দরসুল কোরআন মাহফিল আগামীকাল;লক্ষাধিক মানুষের সমাগমের আশা আয়োজকদের 

Estimated read time 1 min read
Ad1

 

এম আতিক উল্লাহ চৌধুরী 

চট্টগ্রাম:

আঞ্জুমান-এ-খোদ্দামুল মুসলেমিনের ব্যবস্থাপনায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ১৯তম পবিত্র দরসুল কোরআন মাহফিল ৩০মার্চ বুধবার অনুষ্ঠিত হবে। ভ্রান্ত তাফসির রোধ ও সঠিক ব্যাখ্যা তুলে ধরার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।তারা ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান।

নগরীর চেরাগী পাহাড় মোড়ে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান আঞ্জুমান-এ-খোদ্দামুল মুসলেমিন নেতৃবৃন্দ।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব অধ্যক্ষ এম.ইব্রাহীম আখতারী।তিনি বলেন দেশবরেণ্য আলেমগণ মাহফিলে দরস পেশ করবেন, থাকবে মহিলাদের জন্য পর্দা সহকারে দরস শুনার ব্যবস্হা।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন আল্লামা কাজী জসিম উদ্দিন,সমাজসেবক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, আব্দুস সবুর খান, স ম শহিদুল হক ফারুকী, আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক সৈয়দ মোখতার উদ্দিন, স ম শওকত আজিজ, ডাঃ হাসমত আলী তাহেরী,শাহজাদা আলহাজ্ব মাওলানা শোয়াইবুল ইসলাম, শাহজাদা মঈনুদ্দিন সঞ্জরী ও মুহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours