খবর বাংলা ডেস্ক
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করবে, ক্ষমতায় গেলে বিএনপি তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষা এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। সেই লক্ষে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
এসময়, বিএনপি মহাসচিব নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলেন। বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই একের পর এক নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।
ক্ষমতাসীন দলের লোক ও ব্যবসায়ীদের পকেট ভারী করতেই গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
বিএনপি বলছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফলাফলে বিএনপিসহ মিত্রজোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের নিয়েই জাতীয় সরকার গঠন হবে। নির্বাচনে মিত্রদলগুলো জিতলেও সরকারে থাকবে, হারলেও থাকবে। অর্থাৎ নির্বাচনে যদি দেশপ্রেমিক গণতান্ত্রিক দলের কোনো শীর্ষস্থানীয় নেতা হেরেও যান, তবু তাদের জাতীয় সরকারে অন্তর্ভুক্ত করা হবে।
জাতীয় সরকারের নতুন ধারণা সামনে রেখে সরকারবিরোধী সব দল-মতকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গড়ার লক্ষে কাজ করবে বলে জানায় বিএনপি।
বিএনপি নেতারা বলেন, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐকমত্য তৈরি করা জরুরি। সবাই মিলে ঠিক করতে হবে কোথায় কোথায় রাষ্ট্রের মেরামত বা সংস্কার করতে হবে। কাজটি বিএনপি একা করতে চায় না বা একা করা তাদের পক্ষে সমীচীন নয়।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় সরকারের এই নতুন ধারণা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থাপন করেন। এর পরপরই দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এর পক্ষে প্রচার শুরু করে।
+ There are no comments
Add yours