চন্দনাইশে শাশুড়ি হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

Estimated read time 1 min read
Ad1

 

এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ – চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ১নং ওর্য়াডস্থ বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ বাড়ির বজল আহমদের স্ত্রী দিলোয়ারা বেগম (৬২) কে হত‍্যার অভিযোগ এনে বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে বৈলতলী- আনোয়ারা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, নিহতের পুত্রবধু ঝিনুক আক্তারের পরকিয়া প্রেম জানতে পারায় তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় ঝিনুকের প্রেমিক ও ভাড়াটে সন্ত্রাসীরা ।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের ছেলে ও পুত্রবধু সহ বক্তব্য রাখেন যথাক্রমে নজরুল ইসলাম, মো: নোমান, মো: হোসেন, শিউলি আক্তার ,আরজু আক্তার , উম্মে ছালমা, বিউটি আক্তার ,জামাল উদ্দিন, জালাল উদ্দিন,শাহ জাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা পরকীয়ার জেরে পুত্রবধুর হাতে শাশুড়ি দিলুয়ারা হত্যাকারীদের গ্রেফতার পূর্বক সুষ্ট বিচারের দাবি জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এ হত্যাকান্ডকে যারা আত্মহত্যার রুপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন তাদের প্রতি তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত ঘটনা বের করে অপরাধীদের শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। ২৯ মার্চ রাত ৮টার সময় শাশুড়ি দিলুয়ারা বেগমের লাশ রান্না ঘরের ভিমের সাথে ঝুলিয়ে রাখা অবস্থায় পুলিশ উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours