স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন মাহমুদুল হাসান জয়। আর জয়ের এই অনবদ্য শতকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খরা ঘুচলো বাংলাদেশ দলের।
ক্রিকেটে সাদা পোশাকের সংস্করণে প্রোটিয়াদের বিপক্ষে এর আগে ব্যক্তিগত কোনো শতক ছিল না টাইগারদের। এবার সেটিও এলো দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠেই।
গত ডিসেম্বরে ঘরের মাঠে অভিষেক ক্যাপ পান জয়। নিউজিল্যান্ডে খেলেন দ্বিতীয় টেস্ট।
প্রোটিয়াদের বিপক্ষে যেখানে ব্যাট হাতে সতীর্থরা দিশেহারা হলেও দীর্ঘ সময় লিটনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যানজয়।
ডানহাতি এই ওপেনার ধৈর্যশীল ব্যাটিংয়েই ১৭০ বলে অর্ধশতকের দেখা পান। পরের ৫০ রান করতে খেলেছেন আরো ৯৯ বল। ২৬৯ বলে সেঞ্চুরি পূর্ণ করতে ১০টি চারের সঙ্গে ছক্কা মারেন একটি ছক্কা মারেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০২ রানে অপরাজিত আছেন জয়। অপরপ্রান্তে ২৪ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। দলের সংগ্রহ আট ইউকেটে ২৯৪রান।
+ There are no comments
Add yours