নলছিটিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল

Estimated read time 1 min read
Ad1

 

আমির হোসেন, ঝলকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। নলছিটি হাই স্কুল মসজিদে আয়োজিত এ মাহফিল ১ রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত প্রতিদিন বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত চলবে।

১ম দিন রোববার (৩ এপ্রিল) ‘কুরআন শিক্ষার গুরুত্ব ও ফাজায়েল’ সম্পর্কে বিস্তারিত তাফসির পেশ করেন নলছিটি চৌধুরী বাড়ি জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি শফিকুল ইসলাম।

২য় দিন ‘মাহে রমজানের শিক্ষা ও ফজিলত’ বিষয়ে মূল্যবান তাফসীর পেশ করবেন বাইতুল মুকাররম জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ নাসির উদ্দীন।

৩য় দিন ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ এর উপরে তাফসীর পেশ করবেন হাসপাতাল জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ জাকির হুসাইন।

৪র্থ রমজানে ‘সুদের কুফল’ বিষয়ে পবিত্র কুরআনের তাফসীর পেশ করবেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ রেজাউল করিম।

৫ম রমজানে ‘ইতিকাফের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে গুরত্বপূর্ণ তাফসীর পেশ করবেন থানার পুল জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ আব্দুল কুদ্দুস।

৬ষ্ঠ থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান তাফসীর পেশ করবেন হাইস্কুলে জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি হামজালা নেমানী।

মাহফিলের অন্যতম আয়োজক মাওঃ হামজালা নোমানী বলেন এছাড়াও মাহে রমজান শেষে সাড়া বছর প্রতি বৃহস্পতিবার পবিত্র এশার নামাজ শেষে নিয়মিত তাফসীরুল কুরআন মাহফিল চলবে ইনশাআল্লাহ।

হাইস্কুল জামে মসজিদের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিদিন মাহফিলে আগত মুসুল্লিদের জন্য হাইস্কুল জামে মসজিদের পক্ষ থেকে ইফতারের বিশেষ ব্যাবস্থা করা হয়েছে।

মহৎ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বেগম শামসুন্নাহার ফাউন্ডেশনের সভাপতি ও স্থানীয় মুসুল্লি শাহাদাত হোসেন ফকির বলেন রমজানরর গুরুত্ব ও তাৎপর্য উপলব্ধি করে তাকওয়া অর্জনে এ ঐতিহাসিক মাহফিল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours