মোঃ সারোয়ার কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং ওয়াই জংশন থেকে আনোয়ারা কালাবিবির দিঘী পর্যন্ত রাস্তা ৬ লাইনে উন্নতিকরণ প্রকল্পের চলমান কাজে ধুলো আর দূষণে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে।রাস্তাটি দিয়ে চলাচল করলে মনে হবে এই যেন দম বন্ধ হয়ে যাবে।
আবার রাস্তাটি দুর থেকে দেখলে মনে হবে যেন একখন্ড মেঘের বেলা নিচে নেমে এসেছে। আসলে তা নয় ধুলোর আস্তরণে এমনটা মনে হয়।
রাস্তাটির ধুলো আর দুষণ নিয়ে সাধারণ পথচারী আর গাড়ী চালকদের ও ক্ষোভের অন্ত নেই। তাদের মধ্যে কেউ কেউ দাবি করেন রাস্তাটির কাজ যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয়।না হয় সকাল বিকাল দু’ বেলা পানি ছিটানোর ব্যবস্থা করা হয়।
এই রাস্তাটি নিয়ে সোস্যাল মিডিয়ায় ও রীতিমতো ট্রল শুরু করেছে ফেসবুক ব্যবহারকারীরা , কেউ কেউ লিখেছেন’ মেঘের রাজ্য কর্ণফুলী’ আবার কেউ কেউ মজা করে লিখেছেন সাজেক ভ্যালী যেতে হবে না কর্ণফুলীর এই ঘুরে আসলে মেঘ দেখা হয়ে যাবে।
+ There are no comments
Add yours