মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।
৫ ই এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টার দিকে মৎস্য সংরক্ষণ বাস্তবায়নে সীতাকুণ্ড উত্তর বাজারে অভিযান চালানো হয়।
উক্ত অভিযানে কল্যানী এগ্রো ফিস ফিডের লাইসেন্স নবায়ন না করায় ‘মৎস্য ও পশুখাদ্য আইনে ১০ হাজার টাকা,বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস’র লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা,মৎস্য আড়তে জেলিযুক্ত চিংড়ি পাওয়ায় ভাই ভাই মৎস্য আড়তকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন,জেলি যুক্ত চিংড়ি বিক্রির দায়ে ২০ হাজার টাকা,মৎস্য ও পশুখাদ্য আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে,জাটকা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী,সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ,পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী সহ প্রমুখ।
+ There are no comments
Add yours