নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারীতে আইপিএল খেলার দল পছন্দ-অপছন্দের জের ধরে ফারুক নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে হাটহাজারীর আমান বাজার এলাকার নাজিম কলোনিতে ফয়সাল ও তার সঙ্গীরা এ ঘটনা ঘটিয়েছে মর্মে জানা যায়।
নিহত মো. ফারুক কমিল্লা জেলার লাকসাম থানা এলাকার কুরবান আলীর ছেলে। তিনি চট্টগ্রামের হাটহাজারী আমানবাজার এলাকায় নাজিম কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহত ফারুকের মায়ের বরাতে জানা যায়, স্থানীয় একটি চায়ের দোকানে আইপিএল”র দল পছন্দ অপছন্দ নিয়ে কথা কাটাকাটি হয় ফারুক ও ফয়সালের। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়। পরে ফয়সাল তার ১৫-২০ জন সহযোগিকে সাথে নিয়ে যুবক ফারুককে এলো পাতাড়ি মুখে, বুকে, পিটে ও শরীরে গুরতরভাবে আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে ফারুককে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফারুকের বোন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, ‘রাত একটার দিকে আইপিএল খেলায় বাজি ধরা নিয়ে ওই এলাকার কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি বাঁধলে তারা ফারুককে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
+ There are no comments
Add yours