নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৫ উপজেলায় ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।
গত ৭ দিনে আক্রান্ত হয়েছে ২৯৮ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন।
গত ১ মাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৩ জন। সুস্থ হয়েছে ৯৫৫ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান,
চট্টগ্রামে ডায়রিয়া মোকাবেলায় উপজেলা পর্যায়ে ২৮৪টি মেডিকেল টিম প্রস্তুত আছে। মজুদ আছে পর্যাপ্ত স্যালাইন।
তিনি বলেন,
‘চট্টগ্রামের ১৫ উপজেলায় যে কেউ ডায়রিয়া আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো উচিত।রোগীকে বারবার ওরস্যালাইন খাওয়ানো জরুরি।’
+ There are no comments
Add yours