খবর বাংলা ২৪ ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ভেন্যুগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো আর ঐতিহাসিক তালিকায় আছে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক স্টেডিয়াম।
সফরকারী বাংলাদেশের ডমিঙ্গোর থেকে এই মাঠের চরিত্র আর কারো বেশি জানার কথা নয়।
এজন্য দলের থেকে বার্তা আছে, টস জিতে সিদ্ধান্ত আর একাদশ সাজানোয় প্রাধান্য পাবে টাইগারদের প্রোটিয়া কোচের কথা।
ডমিঙ্গো অবশ্য একাই সিদ্ধান্ত নিতে চান না। দলের প্রতিটি সদস্যের সঙ্গে ম্যাচের দিন সকালে উইকেট দেখে বিশেষ আলোচনা সারবেন অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে।
ডারবান টেস্ট হারলেও শুরুর ৪ দিন খেলা ধরে রেখেছিল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হারলেও আত্মবিশ্বাসে ফাটল ধরেনি টাইগার শিবিরে।
সেই আত্মবিশ্বাস পুঁজি করেই আজ (৮ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে নামবেন মুমিনুলরা।
সব ছাপিয়ে দুই ম্যাচ সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ দলের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।
প্রোটিয়াদের বিপক্ষে সে লক্ষ্যে আজ দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ দল।
+ There are no comments
Add yours