লামায় ভুলে ভরা শিক্ষা কর্মকর্তার চিঠি

Estimated read time 1 min read
Ad1

 

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামা উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরীর সই করা একটি চিঠিতে ১০টিরও বেশি বানান ভুল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে ( ৮ এপ্রিল ২২ইং) শুক্রবার । শিক্ষা কর্মকর্তার ভুলে ভরা এই চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নানা মন্তব্যে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ প্রসঙ্গে পাঠানো ওই চিঠির অনেক বানানে ভুল ধরা পড়ায় সমালোচনার মুখে এখন সেই শিক্ষা কর্মকর্তা।

এনিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ অনেকেই লিখেছেন। তারমধ্যে কয়েকজনের মন্তব্য তুলে ধরা হলো। মাসুদ পারভেজ নামে একজন লিখেছেন-মামু খালুর শিক্ষা অফিসার। মোহাম্মাদুল হক নামে আরেকজন লিখেছেন-বিশেষ বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হলে এমনই হয়। আল মামুন নামে আরেকজন লিখেছেন, অপারেটরকে মনে হয় বৈশাখী ভাতা দেওয়া হয়নি। এই ছাড়া অন্যজন লিখেছেন-দায়িত্বহীন শিক্ষা অফিসার হওয়ায় নিজেদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

আবুল কালাম মজুমদার নামে একজন লিখেছেন, কম্পিউটারম্যান বা যে কোন চাকরিজীবী হোক, নিয়োগের ক্ষেত্রে যদি যোগ্য এবং মেধাবীদের নিয়োগ এর পরিবর্তে বিভিন্ন কোটাধারীদের নিয়োগ দেওয়া হয় এর চেয়ে ভালো কিছু জাতি কিভাবে আশা করবে।

এ ব্যাপারে শিক্ষক মহলেও চলছে আলোচনা-সমালোচনা। তারা বলেন, শিক্ষা অফিসার পদটি যেহেতু শিক্ষা প্রশাসন সংক্রান্ত পদ, সেহেতু এই পদে কর্মরতদের আরও যত্নবান হওয়া জরুরি। হানিফ চৌধুরী নামের এক অভিভাবক বলেন, শিক্ষা কর্মকর্তার চিঠিতে এত ভুল হলে শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠবে।

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী চিঠিতে ভুলের কথা স্বীকার করে বলেন, আমার এটিও করিম চিঠিটা করেছে। ছেলেটি মাস্টার্স পাস যদিওবা উত্তর-দক্ষিণ ঠিক নাই। গল্প বলে খুব ভালো ভালো। ব্যস্ততার কারণে আমিও ভুলে ভরা চিঠিতে স্বাক্ষর করেছিলাম। তবে ভুলগুলো সংশোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours