খবর বাংলা ২৪ ডেস্ক
টেম্বা বাভুমা আর রায়ান রিকেলটনের পার্টনারশিপের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের জন্য।
নতুন বল হাতে তোলার আগে তাদের জোট ভাঙতে একাধিকার বোলার পরিবর্তন করেন মুমিনুল হক। এমনকি পার্টটাইমর নাজমুল হোসেন শান্তকেও ব্যবহার করলেন।
শেষ বিকেলে বাভুমা-রিকেলটন দুইজনকেই আউট করে খেলায় ফিরল সফরকারীরা।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৭৮ রান।
ডিন এলগার আর কিগান পিটারসেনের সঙ্গে অর্ধশত হাঁকিয়েছেন বাভুমা। রায়ান রিকেলটন আক্ষেপে পুড়েছেন ৮ রানের জন্য।
নতুন দুই ব্যাটসম্যান কাইল ভেরেইনা ১০ আর ভিয়ান মুল্ডার ০ রান নিয়ে আগামীকাল (শনিবার) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৭৮ রান। ভেরেইনা ১০ আর ভিয়ান মুল্ডার ০ রান নিয়ে আগামীকাল (শনিবার) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
+ There are no comments
Add yours