মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সহ আটক ২ জন

Estimated read time 1 min read
Ad1

 

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চলমান মাদক নির্মূল অভিযানে ২ হাজার পিস ইয়াবা সহ ওয়াই মং তংচংঙ্গা (৩৫) নামে এক মাদক ব্যাবসায়িক গ্রেফতার করা হয়েছে।তার পিতার নাম ওথি মং তংচঙ্গা,সে কক্সবাজার জেলার টেকনাফের, লম্বা ঘোনা,চাকমা পাড়া,৪নং ওয়ার্ডের,হোয়াইক্যং ইউপির বাসিন্দা।

জেলা ডি.এন.সি কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৯ই এপ্রিল শনিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডি.এন.সি কার্যালয়ের বিশেষ টিম মেঘলা পর্যটন স্পট ও জেলা পরিষদ সংলগ্ন এলাকায় কেরানিহাট হতে বান্দরবান অভিমূখী যাত্রীবাহি পূর্বানী বাসে তল্লাশি চালিয়ে বাসের ড্রাইভার সিটের পেছনে বসা ওয়াই মং তংচংঙ্গা (৩৫) কে সনাক্ত করে তাকে তল্লাশি করলে তার কাছে থাকা ১ হাজার ১ শত পিস ইয়াবা উদ্ধার হয়।আটককৃত ইয়াবার বাজার মূল্য ৩লক্ষ ৩০ হাজার টাকা।অপর আরেকটি অভিযানে কোয়াই চিং মং তংচঙ্গা(২৩) পিতা রইসা প্রু তংচঙ্গা,গ্রেফতারকৃত ব্যাক্তি একই এলাকার বাসিন্দা,কে ৯শত পিস ইয়াবা সহ আটক করেছে ডি.এন.সি জেলা কার্যালয়।যার বাজার মূল্য ২লক্ষ ৭০ হাজার টাকা।এ নিয়ে পৃথক অবিযানে মোট ৬ লক্ষ টাকার ইয়াবা আটক ও ২ জন মাদক ব্যাবসায়িকে আটক করেছে ডি.এন.সি জেলা কার্যালয়।

এ বিষয়ে জেলা ডি.এন.সি কার্যালয়ের উপ পরিদর্শক মোঃ আফজাল হোসেন বলেন পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার রোধে ডি.এন.সির মাদক বিরোধী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে,এরই ধারাবাহিকতায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।পৃথক অভিযানে ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।আটককৃত আলামত ও আসামিকে পরবর্তী ব্যাবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন ডি.এন.সির অভিযানে গ্রেফতারকৃত ২ জন মাদক ব্যাবসায়িকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের নামে পৃথকভাবে ২ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours