খবর বাংলা ২৪ ডেস্ক
পাকিস্তানের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি।
তবে দেশটির ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মাধ্যমে যার পতন হলো।
৯ এপ্রিল(শনিবার) রাত ১১টা থেকে ১২টার মধ্যে পদত্যাগ করেন জাতীয় সংসদের প্রথম স্পিকার আসাদ কায়সার। তার কিছু সময় পরই প্রধানমন্ত্রী পদ হারান ইমরান খান।
ইমরান খান ক্ষমতায় এসেছিলেন ২০১৮ সালের জুলাইয়ে নির্বাচনের মাধ্যমে।
দেশটির সেনাবাহিনীর ভূমিকা তার বিজয়ের পথ তৈরি করে দিয়েছে- এমন কথা তখন প্রচলিত ছিল।
তবে এর সাড়ে তিন বছরের মাথায় ইমরান খানকে এ পরিস্থিতির মুখে পড়তে হবে সেটা কেউ ভাবেননি, ইমরানের শপথের দিনে।
+ There are no comments
Add yours