“কাউন্সিলরের এ ধরনের ভুল করাটা খুবই দুঃখজনক”

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

বন্দর নগরী চট্টগ্রামে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে ৩১ গুণী ব্যক্তির নাম-পরিচয়সহ ম্যুরাল স্থাপন করা হয়েছে।

এ তালিকায় রয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামও।

তবে ম্যুরালটি নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নয়, সাহিত্যিক বুলবুল চৌধুরীর।

গত বছরের ১৬ ডিসেম্বর ‘চট্টল গৌরব’ নামে ম্যুরালসমূহ উদ্বোধন করা হলেও ভুলটি ধরা পড়ে সম্প্রতি।

চট্টগ্রাম নগরের প্রণব সরকারের দায়িত্বে ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এসব ম্যুরাল বসানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নানা মহলে। বিষয়টি নিয়ে কথা হয় চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান রুশাইয়ের সঙ্গে।

তিনি বলেন, আমাদের দেশ থেকে ইতিহাস-সংস্কৃতি যে বিলুপ্ত হচ্ছে, দূরে সরে যাচ্ছে, তার অন্যতম নিদর্শন এসব ভুল।

একজন দায়িত্বশীল কাউন্সিলরের এ ধরনের ভুল করাটা খুবই দুঃখজনক। প্রতিদিন হাজারো মানুষ ভুল জিনিসটাই দেখছে। সবাই একটি ভুল বার্তা পাচ্ছে। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সেই হিসেবে বিশিষ্টজন হিসেবে তাকে স্থান দেওয়া হয়েছে।

বুলবুল চৌধুরীর নাম পরিচয়ের স্থলে লেখা রয়েছে, বুলবুল চৌধুরী, ১ জুলাই ১৯১৯ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন।

তিনি একজন একজন প্রথিতযশা নৃত্যশিল্পী। মৃত্যুর পর ভক্তরা তার স্মরণে বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠা করেন।

নৃত্য ছাড়াও চিত্রশিল্প ও কথাসাহিত্যেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন।  ১৭ মে ১৯৫৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours