খবর বাংলা ২৪ ডেস্ক
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের শুরুটা দারুণ করেছিল দিল্লি ক্যাপিট্যালস।
কিন্তু পরের দুই ম্যাচে এবারের নবাগত দুই দলের কাছে হেরে এখন কোণঠাসা অবস্থায় মোস্তাফিজুর রহমানের দল।
আজ ঘুরে দাঁড়ানোর মিশনে গত আসরের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দিল্লি।
আইপিএলের গত আসরে কলকাতার কাছে হেরেই শেষ হয়ে গিয়েছিল দিল্লির ফাইনাল খেলার স্বপ্ন। এবার তাদের সামনে এটি প্রতিশোধের মিশনও বটে।
বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচটি খেলতে পারেননি মোস্তাফিজ। পরের দুই ম্যাচে দলে ফিরে করেছেন কিপটে বোলিং।
গুজরাটের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরে লখনৌয়ের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান।
এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ভালো নেট রানরেটের সুবাদে সবার ওপরে রয়েছে কলকাতা। মোস্তাফিজরা তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।
+ There are no comments
Add yours