এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ- চট্টগ্রাম
চন্দনাইশে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ২জনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এতে কমপক্ষে ৮/১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
আজ সোমবার ১১ এপ্রিল দুপুর ১২ টার দিকে পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডে চন্দনাইশ হাসপাতাল সংলগ্ন পূর্ব জোয়ারা এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়ভাবে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এসময় আগুনে পাশাপাশি ২টি সেমিপাকা কুন্দল মাষ্টার ও বাদল বড়ুয়া বসতঘরে আগুণ লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ২টি বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮/১০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন কর্মকর্তা মো. শাহ আলম খান বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা পানি ছিটিয়ে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বাদল বড়ুয়া ও কুন্দল বড়ুয়া মাষ্টারে ২ জনের প্রায় ৮/১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
+ There are no comments
Add yours