অনলাইন ডেস্ক
ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান, এই মৈত্রী রক্তের রন্ধ্রে লেখা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে অনেকে ভারতের অবদান অস্বীকার করার চেষ্টা করছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি একদিকে দেশে ভারতবিরোধিতা করেছে, অন্যদিকে তারা ভারতে গিয়ে ন্যুব্জ হয়ে নতজানু নীতি অবলম্বন করে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ভারতের বিরুদ্ধে বক্তৃতা দেয়। তাদের নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারতবিরোধী বক্তব্য দেন। ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী গরম বক্তৃতা করেন।
তিনি বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারতবিরোধিতা। নির্বাচন এলে তাদের ভারতবিরোধী বক্তব্য বেড়ে যায়। বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে, তারা আবার সোমবার সুরসুর করে ভারতীয় হাইকমিশনে ইফতার করতে গিয়েছে।
ড. হাছান বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক অম্লান করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। যেই প্রতিবেশী দেশ অভ্যুদয় অবদান রেখেছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার মধ্যে দেশের উন্নতি নিহিত। তাদের সঙ্গে বৈরিতা করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের অন্যতম উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নীম চন্দ্ৰ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, শব্দসৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।
+ There are no comments
Add yours