নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব শাখার গতি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।
এ লক্ষ্যে সাধারণ সভায় গৃহীত একাধিক সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিচ্ছে সংস্থাটি।
সিদ্ধান্তগুলো কার্যকরে ইতোমধ্যে সংস্থাপন শাখা থেকে একটি অফিস আদেশও জারি করা হয়।
এদিকে সিদ্ধান্ত বাস্তবায়নে জারিকৃত অফিস আদেশে বলা হয়,
কর কর্মকর্তা, উপ-কর্মকর্তা কর আদায়কারী ও লাইসেন্স কর্মকর্তা, ইন্সপেক্টর এর পারফরমেন্স সঠিক প্রতিবেদন মাসওয়ারী উপস্থাপন এবং টার্গেট অনুযায়ী আদায়ে ব্যর্থ কর্মচারীদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সিটি কর্পোরেশনের সমস্ত সম্পত্তি, সম্পত্তি থেকে আদায়কৃত রাজস্ব ওয়ার্ড ওয়ারী হিসাব ১৫ দিনের মধ্যে মেয়র বরাবর উপস্থাপন করতে বলা হয়।
প্রয়োজনে পুনঃপত্র প্রেরণ পূর্বক যোগাযোগ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তার অগ্রগতি আগামী সাধারণ সভার পূর্বে মেয়র বরাবর বরাবর লিখিতভাবে উপস্থাপন করতে হবে।
নির্দেশনায় বলা হয়, সিদ্ধান্তগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার অগ্রগতি প্রতিবেদন আগামী ১৮ এপ্রিলের মধ্যে সচিবালয় বিভাগকে লিখিতভাবে অবগত করতে হবে।
+ There are no comments
Add yours