নিজস্ব প্রতিবেদক
প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকত্ব থাকার পরেও দেশে ভোটার হওয়ার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের সনদের প্রয়োজন নেই।
সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতদিন অন্য দেশের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অনুমতির প্রয়োজন হতো।
ইসির এ আদেশের মাধ্যমে দ্বৈত নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিদের ভোটার হওয়ার পথ সহজ করা হল।
এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
+ There are no comments
Add yours