খবর বাংলা ২৪ ডেস্ক
আগামী ৫ দিন (২০ এপ্রিল বুধবার পর্যন্ত) বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
পাশাপাশি কমতে পারে রাতের তাপমাত্রা । একই সাথে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উল্লেখ্য, চৈত্রের তীব্র দাবদাহের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হানা দিয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে হালকা বৃষ্টি হয়।
+ There are no comments
Add yours