নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় সরকারের গণযোগাযোগ অধিদপ্তর নিয়মিত প্রচার কার্যক্রম ( এপিএ ) রাজস্ব খাতের আওতায় চালিয়ে যাচ্ছে। এই প্রচারের মাধ্যমে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ করা হয়।
আজ শনিবার ১৬ এপ্রিল লামা উপজেলার জনবহুল সরই ইউনিয়েনের পুলাংপাড়া এই প্রচারাভিযান চলে।
ওই সময় লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার ভার্চুয়াল বক্তব্য দেন। লামা জেলা সহকারী তথ্য অফিসার খন্দাকার তৌহিদ উপস্থিত জনতা মাঝে তা উপস্থাপন করেন।
প্রচারনার মধ্যে রয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধ, ডেঙ্গু প্রতিরোধ, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ভিশন- ২০২১-২০৪১ এর লক্ষ্য অর্জনসমূহ, মানব পাচার, প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ।
এ ছাড়াও তথ্য অধিকার, কমিউনিটি ক্লিনিক, সবার জন্য শিক্ষা, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, আমার বাড়ি আমার খামার প্রকল্প ( পল্লী সঞ্চয় ব্যাংক )।
প্রচারনায় রয়েছে, মেট্রোরেল, পদ্মাসেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, পরিবেশ সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল, সামাজিক যোগাযোগ ( সোশ্যাল মিডিয়ার ব্যবহার ), গুজব ইত্যাদি বিষয়ে চলছে প্রচারনা।
২০২১-২০২২ অর্থবছরে এপ্রিল-জুন প্রান্তিক পর্যায়ে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক আয়োজন করেন, তথ্য অফিস লামা জেলা অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
+ There are no comments
Add yours