নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।
পার্শ্ববর্তী এলাকার ডায়রিয়া রোগীদের ভরসাস্থল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে রোগী ভর্তির চাপও কমতে শুরু করেছে।
হাসপাতালটিতে দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে এসেছে, যা ছিল ১৫শর কাছাকাছি।
তবে গত দু’দিনে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আইসিডিডিআরবির অ্যাসিস্ট্যান্ট সায়েনটিস্ট ডা. শোয়েব বিন ইসলাম বলেন,
ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে। প্রায় এক মাস পর হাসপাতালে দৈনিক রোগী ভর্তির সংখ্যা হাজারের নিচে নেমেছে।
আজ (শনিবার) দুপুর ১টা পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত সাড়ে ৪০০ রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে। দিনশেষে গতকালের মতোই হয়তো মোট রোগীর সংখ্যা ৯০০ থেকে সাড়ে ৯০০ হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন।
এর মধ্যে শুধু রাজধানীতেই ৩৬ হাজার ৯১২ জন হাসপাতালে গেছেন।
+ There are no comments
Add yours