ফটিকছড়িতে মুজিবনগর দিবস পালিত

Estimated read time 1 min read
Ad1

 

নুরুল আবছার নূরী

ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক ১৭এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভুমি এস,এম, আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধানঅতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালানত উল্লাহ চৌধুরী শাহীন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃমুহাম্মদ সেলিম রেজা,বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ খায়রুল বশর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম,বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম,ছাত্র-ছাত্রীদের পক্ষে ফটিকছড়ি করোননেশন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ মেজবাহ উদ্দিন আজম।

মাষ্টার মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহনান, সমাজ সেবা কর্মকর্তা,বাবু রাজিব আচর্য্য, আমার বাড়ি আমার কামার ব্যাংকের ব্যাস্হাপক বাবু গৌতম সেন ফটিকছড়ি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিঞ্জান বিভাগের অধ্যপক এন,এম,রহমত উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও উপজেলা কর্মকর্তা, কর্মচারী মুক্তিযোদ্ধাগণ উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন আজকের প্রজম্মকে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জানতে হবে। কার আহবানে সাড়াদিয়ে তৎকালীন সাড় সাত কোটি জনগণ মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করেন। তারা আরো বলেন ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা সুষ্ঠভাবে পরিচালনার জন্য ১০এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার এবং ১৭এপ্রিল মেহরপুর জেলার বৈদন্যথলায় শপথ গ্রহণ করেন। ঐ সরকারের নামকরণ করা হয় মুজিব নগর সরকার। ছাত্র-ছাত্রীদেরকে বঙ্গবুন্ধর আত্নজিবনী পাঠ করার আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours