ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদ ও অভিযুক্ত ‘বখাটেদের’ গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিসিএস শিক্ষা সমিতির নির্বাহী সদস্য অধ্যাপক ড.আবু নুর মো:আনিসুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: ছামিউল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, গত বুধবার (১৩ এপ্রিল) কলেজ চলাকালীন সময় যোহরের নামাজ পড়ে নিজের দপ্তরে ফেরার সময় গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান দেখতে পান কলেজ ক্যাম্পাসের চারদিকের বেপরোয়া গতিতে কিছু উচ্ছশৃঙ্খল ও বখাটে যুবক মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। তিনি তাদের এমন আচরণের প্রতিবাদ করলে তারা তাঁকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।
অধ্যক্ষের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘একজন অধ্যক্ষের সঙ্গে এধরণের আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় ওই দিনই মামলা হয়েছে। পরে এজাহার নামীয় আসামি জিসাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours