মোহাম্মদ উজ্বল:
প্রাইমারী চিকিৎসক সোসাইটির উদ্যোগে আকবর শাহ থানা এলাকায় সাইন্টিফিক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অপসো স্যালাইন কোম্পানি লিঃ এর সহযোগিতায় উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন,,আকবরশাহ থানা,প্রাইমারী চিকিৎসক সোসাইটির সভাপতি ,মোঃ ইব্রাহিম।
মোঃ দেলোয়ার হোসেন ও নেজাম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রাইমারী চিকিৎসক সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি মোঃ মাহবুবুল আলম। প্রধান আলোচক ছিলেন অপসো স্যালাইন লিঃএর এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি,কেন্দ্রীয় কমিটি,প্রাইমারী চিকিৎসক সোসাইটি,বিশেষ অতিথি এম আর কে রুবেল,সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,প্রাইমারী চিকিৎসক সোসাইটি।বিশেষ অতিথি, মোঃ সাইদুর রহমান সাইদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,প্রাইমারী চিকিৎসক সোসাইটি ও মোঃ সেকান্দর হোসেন মানিক,প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,প্রাইমারী চিকিৎসক সোসাইটি।মোঃআয়াতুল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক, প্রাইমারী চিকিৎসক সোসাইটি,কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথি মোঃ আব্দুর রহিম, চকবাজার থানার সাংগঠনিক সম্পাদক, প্রাইমারী চিকিৎসক সোসাইটি।ধীরেন দেব নাথ মার্কেটিং অফিসার অপসো স্যালাইন লিঃ।
প্রধান অতিথি বলেন,রামাদান মাস সিয়াম সাধনার মাস।এই মাস সারা বছরের চেয়ে উত্তম একটি মাসএই মাসে হিংসা, অহংকার, ঘৃনা ত্যাগ করে মানুষে মানুষে ভেদাভেদ না রেখে, বেশী বেশী ইবাদত ও সাধ্যমত একে অপরের উপকার করায় মুমিন বান্দার পরিচয়।
আসুন ভেদাভেদ ভুলে নিজ নিজ আমলনামায় আমল ভারী করি।
+ There are no comments
Add yours