ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত ও গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ।
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার হাসপাতাল, ইবনে সিনা, স্কয়ার হাসপাতাল ও আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৭৫ জন শিক্ষার্থী।
পুলিশের ছোড়া রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও ইটের আঘাতে আহত হয়েছেন অধিকাংশই শিক্ষার্থী।
ঘটনার সহমর্মিতা জানিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে চলছে ‘স্ট্যান্ড উইথ ঢাকা কলেজ’ ক্যাম্পেইন।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তারা ‘শেম পুলিশ’, ‘বয়কট নিউ মার্কেট’ ক্যাম্পেইন চালাচ্ছেন।
ইতোমধ্যে ঢাকা কলেজের সব হল ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
+ There are no comments
Add yours