লিটন দাস শিবু:
বিপুল সুত্রধর নামক একজন ট্রেন যাত্রী কিশোরগঞ্জ জেলা থেকে ঘুরতে আসেন চট্টগ্রাম শহরে।
তিনি ফিরে যাওয়ার সময় গতকাল ১৯ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বালুছড়া থেকে চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্য সিএনজি যোগে রওয়ানা করেন। স্টেশনে নামার পর তিনি সিএনজি ছেড়ে দেন। পরবর্তীতে তিনি লক্ষ্য করেন যে, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান ডকুমেন্টসসহ তার হাতে থাকা ব্যাগটি তিনি সিএনজিতে ফেলে এসেছেন। তাৎক্ষণিক তিনি নিউমার্কেট মোড়ে এসে কর্তব্যরত সার্জেন্ট আব্দুর রহমানকে সিএনজির নাম্বার সরবরাহ পূর্বক বিষয়টি অবহিত করলে উক্ত সার্জেন্ট আমার গাড়ী নিরাপদ অ্যাপসের স্টিকার ও আইডিকার্ড বিতরণে নিয়োজিত কং/৫২৫৪ শাহীন এর মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিনকে অবহিত করেন।
ডিসি (ট্রাফিক-দক্ষিণ) পরামর্শ ও সহযোগিতায় “ আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে সার্জেন্ট আব্দুর রহমান ও কং/৫২৫৪ শাহীন উক্ত হারানো মূল্যবান ব্যাগটি ০১.৩০ ঘটিকার সময় উদ্ধার করে।
ব্যাগের মালিক ১২.৩০ ঘটিকার ট্রেন যাত্রী হওয়ায় ট্রাফিক পুলিশকে অবহিত করে ট্রেন যোগে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলে যান।
অদ্য ২০তারিখ খ্ ০২.২০ ঘটিকায় উক্ত মালিকের প্রতিনিধি এসে নিউমার্কেট পুলিশ বক্স থেকে তার মূল্যবান ব্যাগটি গ্রহন করেন।
এদিকে বিপুল সুত্রধর তার ব্যাগ ফিরে পাওয়াতে ভিষণ খুশি। তিনি ফোনে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) সহ সকল ট্রাফিক পুলিশ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
+ There are no comments
Add yours