আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

 

নুরুল আবছার নূরী

আজ(২০ এপ্রিল) বুধবার বিকাল চারটায় মুরাদপুর হোটেল জামান নীচ তলার সন্মেলন কক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে সাবেক সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব এস,এম,সিরাজ উদ্দিন তৈয়বীর স্বরণ সভা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল সংগঠনের সহ সভাপতি শাহজাদা আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ বদরুল হক আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ এডভোকেট এম, আবু নাচের তালুকদার, উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হজরতুলহাজ আল্লামা অধ্যক্ষ এস,এম,ফরিদ উদ্দিন, প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব অধ্যাপক ড. এ,এস,এম,বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব এইচ, এম,মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ মাওলানা সৈয়দ জসিম উদ্দিন তৈয়বী।

 

মওলানা কাজী শফিউল আজমের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব স,ম,শহীদুল হক ফারুকী, আলহাজ্ব মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী। স্বাগতিক বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন — আলহাজ্ব সিরাজ উদ্দিন তৈয়বী ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের একজন ত্যাগী নেতা, বর্তমানে এ ধরনের নেতার বড় অভাব।

প্রধান বক্তা বলেন – সিয়াম সাধনার এই মাসে নিজেকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখার এক সুবর্ণ সুযোগ। তাই আসুন আমরা সমাজকে অপরাধ মুক্ত রাখতে সিয়াম সাধনায় মনোযোগী হই। পরিশেষে মিলাদ কেয়াম ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours