চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকার বাসিন্দাদের মতে ‘পানি মুখে নিলেই মনে হচ্ছে সব খসে পড়বে।
পানি খেলে বুকের মধ্যে জ্বলে। এছাড়া রয়েছে দুর্গন্ধ। স্বাদ ক্ষারের মত কষ’
মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে ওয়াসার পানি নিয়ে ওই এলাকার সকল বাসিন্দার একই অভিযোগ।
কাপাসগোলা ছাড়াও নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার পানি নিয়ে দুর্ভোগে আছেন নগরবাসী।
তবে নগরবাসীর এসব অভিযোগ মানতে নারাজ ওয়াসা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম খবর বাংলা ২৪’কে বলেন,
‘ওয়াসার পানি নিয়মিত পরীক্ষা করা হয়। স্পেসিফিক কোনো এলাকার পানি দুর্গন্ধ হওয়ার খবর পেলে আমরা টিম পাঠিয়ে পানি নিয়ে এসে পরীক্ষা করে দেখব।’
+ There are no comments
Add yours