ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে অপরিকল্পিত ভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কমীর একাংশ।
বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মোড়ে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ বাচ্চু মিয়া, সাইফুল ইসলাম, মাঈদুল ইসলাম, ছাত্র লীগ নেতা ইমরুল হাসান ইমন প্রমুখ।
বক্তরা বলেন, দীর্ঘদিন যাবত চিলমারীর ব্রহ্মপুত্র নদী থেকে বিভিন্ন স্থানে অনিয়মতান্ত্রিকভাবে বালু ব্যবসায় করে আসছেন একটি মহল। প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেয়ায় এই বিক্ষোভ মিছিল করা হয়।
বক্তরা আরো বলেন ব্রহ্মপুত্র নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে। তাই প্রশাসনকে এখন থেকে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই।
+ There are no comments
Add yours